আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ

নিঃসন্দেহে ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। ৯০ মিনিটের এই খেলায় খেলোয়াড় এবং দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর খেলা মানেই রেকর্ড ভাঙ্গার প্রতিযোগিতা। একজন খেলোয়াড়ের রেকর্ড আরেক খেলোয়াড় ভেঙ্গে দিয়ে নতুন রেকর্ড গড়বে, সৃষ্টি করবে নতুন এক ইতিহাস।

নতুন খবর হচ্ছে, আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের দল থেকে ছিটকে গেলেন পাওলো দিবালা। প্রত্যাশিত সময়ের আগে চোট কাটিয়ে উঠতে না পারায় দলে রাখা হয়নি তাকে।

গত সপ্তাহে ইতালিয়ান লিগ সিরিএ-তে সাম্পদোরিয়ার বিপক্ষে ম্যাচে ঊরুতে চোট পান দিবালা। ওই ম্যাচে দলের প্রথম গোল করার পর অস্বস্তি অনুভব করায় কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন য়্যুভেন্টাস ফরোয়ার্ড।

আন্তর্জাতিক সূচির আগে দিবালা সেরে উঠবে বলে আশায় ছিল আর্জেন্টিনা। তাই কাতার বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচের জন্য গত সোমবার তাকে নিয়েই ৩০ জনের দল দেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। কিন্তু শেষ পর্যন্ত তাকে পাচ্ছে না দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

প্রায় দু’বছর পরে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন পাওলো দিবালা। চোটের কারণে আর্জেন্টিনা দলের হয়ে মাঠে নামার অপেক্ষা দীর্ঘায়িতই হলো য়্যুভেন্টাস অধিনায়কের।