আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভে নামিবিয়া

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের দেয়া ১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ বল হাতে রেখে ৮ উইকেটে জয় পায় নামিবিয়া।

এদিকে স্বল্প টার্গেটে খেলতে নেমে শুরু থেকেই সুবিধাজনক অবস্থানে থাকে নামিবিয়া। এর আগে শারজায় নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১২৫ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন আয়ারল্যান্ডের স্টার্লিং ও ও’ব্রায়েন। তাদের উদ্বোধনী জুটিতেই আসে ৬২ রান। ২৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৮ রানের দারুণ এক ইনিংস আসে স্টার্লিংয়ের ব্যাট থেকে। এরপর মাত্র ৫ রান যোগ হতেই বিদায় নেন ২৪ বলে ৩৫ রান করা ও’ব্রায়েনও।

দুই ওপেনারের বিদায়ের পর নামিবিয়ান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে যায় আইরিশরা। এরপর একমাত্র অ্যান্ড্রু বলবার্নি ছাড়া তাদের কোনো ব্যাটার দুই অঙ্কও ছুঁতে পারেননি। আইরিশ অধিনায়ক ২৮ বলে খেলেছেন ২১ রানের ইনিংস।

নামিবিয়ার পক্ষে জন ফ্রাইলিঙ্ক ৩টি, ডেভিড ভিসে ২টি এবং জেজে স্মিট ও বের্নার্ড শোল্টজ নিয়েছেন ১টি করে উইকেট।