ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে বিসিবি’র অনুরোধ, মেনে নিল আইসিসি

সুপার টুয়েলভ পর্বের নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর শুরু করেছে বাংলাদেশ। সুপার টুয়েলভে টাইগারদের পরবর্তী ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে, যে ম্যাচের ভেন্যু আবুধাবি। যদিও টাইগাররা এই ম্যাচের প্রস্তুতি নেবে দুবাইয়ে।

এদিকে পরবর্তী ম্যাচের ভেন্যু আবুধাবি হলেও বাংলাদেশ দল এখন অবস্থান করছে দুবাইয়ে। আবুধাবিতে অনুশীলন করতে হলে দুবাই থেকে দীর্ঘ ভ্রমণ যাত্রার বিষয় রয়েছে। এ কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে অনুরোধ করে অনুশীলন ভেন্যু পরিবর্তনের।

আর বিসিবির সেই অনুরোধ আমলে নিয়ে আইসিসি বাংলাদেশের আজ মঙ্গলবারের (২৬ অক্টোবর) অনুশীলন ভেন্যু পরিবর্তন করেছে। আবুধাবির পরিবর্তে টাইগাররা এখন অনুশীলন করবে দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমিতে। বিষয়টি নিশ্চিত করেছে খোদ বিসিবি।

এদিকে শ্রীলঙ্কা ম্যাচের মত ইংল্যান্ডের বিপক্ষেও টাইগাররা খেলবে দিনের আলোয়। ম্যাচ শুরু হবে আগামীকাল স্থানীয় সময় দুপুর দুইটায়। অনুশীলনের ভেন্যু পরিবর্তিত হলেও অনুশীলনের সময় তাই বদলায়নি। দুবাইয়ে টাইগারদের আজ মঙ্গলবারের অনুশীলনও শুরু হবে স্থানীয় সময় দুপুর দুইটায়, যা চলবে বিকাল পাঁচটা পর্যন্ত।