ইনশাআল্লাহ, আগামীকাল ভারতকে অবশ্যই হারাবে পাকিস্তানঃ ইমরান খান

ভারত- পাকিস্তান খেলা মানেই টানটান উত্তেজনা। খেলার মাঠে কোন দুই হার মেনে নিতে চায়না, তবে শেষ হাসি হাঁসতে হয় যে কোন এক দলকেই

নতুন খবর হচ্ছে, চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে আগামীকাল রবিবার। এই ম্যাচ নিয়ে চলছে উত্তেজনা। উত্তাপ দুই দেশেই। অনেকে নানা কথা বলছেন।

এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও মন্তব্য করলেন। নিজ দেশের দলকে শুভ কামনা জানিয়ে শনিবার তিনি বলেন, ‘পাকিস্তানের এই দলের ভারতকে হারানোর মতো যথেষ্ট প্রতিভা রয়েছে। ইনশাআল্লাহ, আগামীকাল ভারতকে অবশ্যই হারাবে পাকিস্তান।’ খবর জিও টিভির।

এর আগে পাকিস্তান দলেন অধিনায়ক বাবর আজম জানান, অতীত নিয়ে তিনি ভাবছেন না। তার দলও নয়। তিনি বলেন, ‘সত্যি বলতে, যা হয়ে গেছে, তা আমাদের ধরাছোঁয়ার বাইরে। আমরা সেই ম্যাচে আমাদের সামর্থ্য আর আত্মবিশ্বাস অনুযায়ী খেলতে চাই, যেন শ্রেয়তর ফলাফল আসে। আর রেকর্ডের কথা বলছেন? রেকর্ড তো গড়াই হয় ভাঙার জন্য!’

তবে আজ শনিবার সংবাদ সম্মেলনে পাকিস্তানকে সমীহ করে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘পাকিস্তান খুবই শক্তিশালী দল। আমাদেরও মজবুত পরিকল্পনা রয়েছে। তার সফল প্রয়োগ ঘটাতে হবে এই ম্যাচে। সবসময় পাকিস্তানের বিরুদ্ধে সেরাটা দিতে হয়। পাকিস্তান দলেও বেশ কয়েকজন গেম চেঞ্জার রয়েছেন।’