ইয়ো-ইয়ো টেস্টে আল-আমিনের রেকর্ড; চমক দেখালেন সাব্বির

বাংলাদেশের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে আল-আমিন- সাব্বির অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটাররা।

নতুন খবর হচ্ছে, আসন্ন ঘরোয়া ক্রিকেট লিগকে সামনে রেখে চলছে ফিটনেস টেস্ট। শনিবার ফিটনেস পরীক্ষা ইয়ো ইয়ো টেস্টে ১৯.৩ তুলে তাক লাগিয়েছিলেন আবু হায়দার রনি। তবে রবিবার তাকে ছাড়িয়ে গেলেন খুলনা বিভাগের পেসার আল-আমিন হোসেন। ডানহাতি পেসার রোববার ২১.২ স্কোর তুলে ইয়ো ইয়ো টেস্টে রেকর্ড গড়েছেন।

গত বছর থেকে ইয়ো ইয়ো টেস্টে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা করছে বিসিবি। এর আগে চালু ছিল বিপ টেস্ট। ইয়ো ইয়ো টেস্টে প্রথমবার অভ্যস্ত ছিলেন না ক্রিকেটাররা। তবে এবার ভালো করছেন সবাই। ফিটনেসে সচেতনতা বাড়ায় আসছে এমন সাফল্য।

আল-আমিন বাদে আজ ভালো স্কোর পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। ৩৭ বছর বয়সী আশরাফুল ১৮.১ স্কোর তুলেছেন। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার সাব্বির রহমান ১৮.৪ স্কোর পেয়েছেন।