এবার বাংলাদেশের ভেতরে ঢুকে বিএসএফের হামলা, ঘর ভাঙচুর

এবার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে বাংলাদেশের ২০ গজ অভ্যন্তরে ঢুকে পড়েছে বিএসএফ সদস্যরা। এ সময় এক বাংলাদেশি নাগরিকের বাড়িতে হামলা চালিয়ে ঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলা সদরের উত্তর কুটিচন্দ্রখানা নকরজান গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় বিএসএফের হাতে ৪জন বাংলাদেশি লাঞ্চনার শিকার হয়েছে।

এদিকে ভুক্তভোগী রফিকুল ইসলাম ও সীমান্ত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার সেউটি-২ নকরজান গ্রামের মতিয়ার রহমান রবিউল (২৭), একই গ্রামের আতাউর রহমান(২৯) ও মিলন মিয়া (২৫) এবং বাংলাদেশের আফান আলী নামে একদল মাদকপাচারকারী চক্র অবস্থান করছিল সীমান্ত এলাকায়।

এসময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া দেয়। পরবর্তীতে প্রায় ১০/১৫ জনের একটি বিএসএফের সশস্ত্র দল কাটাতারের বেড়া পাড় হয়ে এসে বাংলাদেশের ২০ গজ অভ্যন্তরে বাংলাদেশি রফিকুল ইসলামের টিনের বাড়ি ভাঙচুর করে। এসময় তাদের বিরুদ্ধে গালিগালাজেরও অভিযোগ ওঠে।

এ বিষয়টি বিজিবিকে জানালে দ্রুত ঘটনাস্থলে এসে বিএসএফকে কড়া ভাবে প্রতিবাদ জানায় তারা। লালমনিরহাট-১৫ বিজিবির অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মিরাজ উদ্দিন জানান, বিএসএফ সদস্যরা দুই দেশের মাদক চোরাকারবারীদের ধাওয়া করার সময় ভুলবশত বাংলাদেশের ১৫ গজ অভ্যন্তরে এক বাংলাদেশির বাড়িতে প্রবেশ করেছে।

এ ঘটনায় আজ শুক্রবার সকালে বিএসএফের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছে বিজিবি। বিএসএফ এ ঘটনায় তাদের ভুল স্বীকার করেছে।