ওমানকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল বাংলাদেশ

MUSCAT, OMAN - OCTOBER 19: Shakib Al Hasan and Mohammad Naim of Bangladesh interact during the ICC Men's T20 World Cup match between Bangladesh and Oman at Oman Cricket Academy Ground on October 19, 2021 in Muscat, Oman. (Photo by Francois Nel-ICC/ICC via Getty Images)

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে বেকায়দায় পড়েছে বাংলাদেশ। আজ দিনের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারিয়েছে স্কটল্যান্ড। তাই ওমানের বিপক্ষে বাংলাদেশের এটি টিকে থাকার লড়াই। মাসকাটের আল-আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে আজ টসভাগ্য বাংলাদেশের। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ।

আগের ওভারেই রিভিউ নিয়ে বেঁচেছিলেন লিটন। পরের ওভারেও ওমানের কাশ্যপ প্রজাপতির ক্যাচ মিসে জীবন পেয়েছিলেন তিনি। দুইবার জীবন পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি লিটন। বিলালের ইয়র্কার মিস করে এলবিডব্লু হন তিনি। এতে ব্যর্থতার ঝুলি পূর্ণ করে মাত্র ৬ রান করেই ফিরলেন লিটন।

টি-টোয়েন্টিতে সাকিবের পছন্দের ব্যাটিংয়ের জায়গা তিন নাম্বারে। কিন্তু দ্রুত লিটনের বিদায়ে আজ সাকিবের জায়গায় মেহেদীকে নামালো বাংলাদেশ। মেহেদীকে নামানোর মূল কারণ ছিল, দ্রুত রানের গতি বাড়ানো। কিন্তু ফায়াজ বাটের দুর্দান্ত ফিরতি ক্যাচে আউট হন তিনি। এতে ৩ বল খেলে কোনো রান না করেই প্যাভিলিয়নে ফিরেন মেহেদী।

তৃতীয় উইকেটে ব্যাট হাতে দুর্দান্ত খেলতে থাকেন নাঈম ও সাকিব। দুজন মিলে দ্রুত ৮০ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকেই নিতে থাকেন। দারুণ ছন্দে ব্যাট করতে থাকা সাকিব হুট করেই হয়ে যান রান আউট। আউট হওয়ার আগে ২৯ বল খেলে করেন ৪২ রান। সাকিব ফেরার পর ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন নাঈম। ৪৩ বলে এ মাইলফলক পূর্ণ হয়েছে তার।

এরপর ঝুঁকি নিয়ে বিদায় নিলেন সোহানও। দ্রুত রান তুলতে সোহানকে পাঠানো হয়েছিল পাঁচ নম্বরে। কিন্তু দলের প্রয়োজন মেটাতে পারলেন না। ঝুঁকি নিয়ে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে সোহান ফিরলেন ৩ রানে। ওমানের অধিনায়ক জিসান মাকসুদের বল তুলে মারতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে লং অফে ক্যাচ দেন। এরপর কলিমউল্লাহর বলে যতিন্দরের হাতে ধরা পড়েন আফিফ হোসেন। ৫ বলে ১ রান করে ক্রিজ ছাড়েন তিনি।

আফিফ হোসেনকে ফেরানোর পর একই ওভারে নাঈম শেখকে ফেরান কলিমউল্লাহ। জোড়া উইকেটে বাংলাদেশের রান থামিয়ে রেখেছেন এ পেসার। তার বাউন্সার তুলে মারতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দেন ৫০ বলে ৬৪ রান করা নাঈম। ৩ চার ও ৪ ছক্কায় ইনিংসটি সাজান বাঁহাতি ওপেনার।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫৩ রান।