ওমান পৌঁছেছেন পাপন, মাঠে বসে দেখবেন খেলা

আজ (১৭ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮ টায় টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে টাইগারদের। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম পর্বের ম্যাচে মাঠে নামার আগে বেশ কিছু নেতিবাচকতা ঘুরপাক বাংলাদেশ শিবিরের আশেপাশে।

নতুন খবর হচ্ছে, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করার সময়টায় দেশের ক্রিকেটের অভিভাবক নাজমুল হাসান পাপনকে পাশে পাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদরা। বিসিবি সভাপতি দলকে সমর্থন দিতে ইতোমধ্যে পৌঁছে গেছেন বিশ্বকাপ ভেন্যু ওমানে।

বিশ্বকাপের সপ্তম আসরে দলের পাশে থাকতে দেশ ত্যাগ করা পাপন প্রথমে যান দুবাইয়ে। এসিসির মিটিং শেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ফাইনাল মাঠে বসে উপভোগ করেছেন। আইপিএলের ফাইনালে টিভি ক্যামেরায় পাপনকে দেখা গেছে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির সাথে।

আরব আমিরাত থেকে শনিবার (১৬ অক্টোবর) পাপন পাড়ি জমান ওমানে। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও শীর্ষস্থানীয় বোর্ড পরিচালক আকরাম খান জানিয়েছেন, বিশ্বকাপে টাইগারদের উদ্বোধনী ম্যাচ মাঠে বসে উপভোগ করবেন বিসিবি সভাপতি।

আকরাম বলেন, ‘মাননীয় বোর্ড সভাপতি ইতোমধ্যে চলে এসেছেন ওমানে। আমাদের সাথে কথাবার্তা হয়েছে। কাল মাঠে আসবেন। আশা করছি ভালো ফলাফল করব।’

শক্তিমত্তা আর পরিসংখ্যানে স্কটল্যান্ডের চেয়ে টাইগাররা এগিয়ে থাকলেও সহযোগী সদস্য দেশটিকে হালকাভাবে না নেওয়ার আহ্বান জানিয়েছেন আকরাম। স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ পূর্ণ শক্তির দল নিয়ে খেলবে বলেও জানান তিনি।