কলকাতায় আমার কোচিং কিছুটা পাগলামো ছিলঃ ম্যাককালাম

কিছুদিন আগে শেষ হলো বিশ্বক্রিকেটের ফ্র‍্যাঞ্চাইজি টুর্নামেন্টের অন্যতম জনপ্রিয় আসর আইপিএল। আর এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রধান কোচ ছিলেন কলকাতার হয়ে খেলা সাবেক নিউজিল্যান্ড ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম।

তিনি মানছেন যে ২০২১ আইপিএলে কোচিং এ তিনি আগ্রাসী ছিলেন। তবে ম্যাককালাম গর্বিত যে তার দল দ্বিতীয় পর্বে দারুণ ভাবে ঘুরে দাড়িয়ে ফাইনালে খেলেছে।

গতকাল বৃহস্পতিবার এসইএনজেড ড্রাইভকে ম্যাককালাম বলেন, ‘আমার কোচিং এর ধরণে সম্ভবত কিছুটা পাগলামো ছিল। তবে ফল পেতে কিছুটা সময় লেগেছে এবং ভালো লাগছে যে আমরা ভালো খেলে ফাইনালে উঠেছি।’

এদিকে ২০২১ আইপিএলের ভারত পর্বে সাতটি ম্যাচের মধ্যে কেবল দুটি জিতেছে কেকেআর। কিন্তু আরব আমিরাতে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় কোলকাতা। সেখান থেকে লীগ পর্যায়ে ৫ টি ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে। ফাইনালে চেন্নাইয়ের কাছে ২৭ রানে পরাজিত হয়ে রানার আপ হয় কোলকাতা।

এ সময় ম্যাককালাম বলেন, ‘আমরা দ্বিতীয় পর্বে যাই তলানিতে থেকে এবং ৮ দলের মধ্যে ৭ নাম্বারে থেকে চাপে ছিলাম। তবে এখান থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি।’