কাউন্টিতে দল পেলেন শাহীন আফ্রিদি

পাকিস্তানের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে শাহীন আফ্রিদি অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটাররা।

নতুন খবর হচ্ছে, ২০২২ মৌসুমের জন্য শাহীন আফ্রিদির সঙ্গে চুক্তি করেছে মিডলসেক্স। এক টুইট বার্তায় এই ঘোষণা দিয়েছে ক্লাবটি। পাকিস্তানি এই পেসারকে মধ্য-জুলাই পর্যন্ত কাউন্টি চ্যাম্পিয়নশিপে পাওয়া যাবে। তবে পুরো টি-টোয়েন্টি ব্লাস্টে শাহীনকে পাওয়া যাবে।

মিডলসেক্সের সঙ্গে চুক্তি করে উচ্ছ্বসিত শাহীন। ২১ বছর বয়সী তারকা বলেন, ‘পরের মৌসুমে মিডলসেক্সের হয়ে খেলার জন্য আমি খুবই উদ্‌গ্রীব। ইংল্যান্ডে আমার সময় থেকে জানি তারা একটি দুর্দান্ত কাউন্টি এবং তাদের ঘরোয়া ক্রিকেটে খেলার স্বপ্ন আমার সত্যি হতে যাচ্ছে ‘
শাহীন আরও বলেন, ‘আমি দলের অংশ হতে এবং ক্লাবের জন্য একটি চমৎকার মৌসুম তৈরি করতে সাহায্য করার জন্য উন্মুখ। ’

এবারই প্রথম কাউন্টি ক্রিকেটে খেলবেন না পাকিস্তানের এই বাঁহাতি পেসার। ২০২০ মৌসুমে হ্যাম্পশায়ারের হয়ে খেলেছেন। ক্লাবটির হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে ৭ ম্যাচ খেলে ৭ উইকেট নেন তিনি।