গেইলের পর হেটমায়ারকে ফেরালেন মেহেদী

বিশ্বকাপের মূলপর্বে দুই ম্যাচ হারের পর প্রথম জয়ের লক্ষ্যে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হবার আগে দেয়ালে পিঠ ঠেকে আছে বাংলাদেশের। এই ম্যাচ জিতে কোনরকমে সেমির আশা দেখতে মরিয়া সাকিব-মাহমুদউল্লাহরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই মেহেদী হাসান মোকাবেলা করলেন ক্যারিবীয় দুই ওপেনার। প্রথম ওভারে আঁটসাঁট বোলিংয়ে মেহেদী দিয়েছেন মাত্র ৪ রান। ম্যাচে তৃতীয় ওভারেই গেইলকে রান আউট করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সাকিব আল হাসান থ্রো’টা সরাসরি লাগলেই আউট হতেন গেইল।

‘ইউনিভার্স বস’ বাঁচলেও মোস্তাফিজের ওভারে ভাঙলো ওয়েস্ট ইন্ডিজের ১২ রানের উদ্বোধনী জুটি। ওভারের শেষ বলে মুশফিকের তালুবন্দী হয়ে ফেরেন এভিন লুইস। ৯ বলে ১ চারে ৬ রান করেন তিনি।

দলীয় স্কোরকার্ডে ৬ রান যোগ হতেইও গেইলকে বোল্ড করলেন মেহেদী। গেইল করেছেন ১০ বলে ৪ রান। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় উইকেট হারিয়েছে ১৮ রানে। টি-টোয়েন্টিতে এ নিয়ে চতুর্থবার মেহেদীর বলে আউট হলেন গেইল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬.৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩২ রান।

একাদশে দুইটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। চোটের কারণে ছিটকে গেছেন নুরুল হাসান, তার জায়গায় খেলছেন সৌম্য সরকার। নাসুম আহমেদের জায়গায় বাংলাদেশ খেলাচ্ছে তাসকিন আহমেদকে।

একাদশে দুই পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজও। লেন্ডল সিমন্স ও হেইডেন ওয়ালশ জুনিয়র বাদ পড়েছেন। দলে এসেছেন রোসটন চেজ ও জেসন হোল্ডার।

বাংলাদেশ একাদশ:

লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, আফিফ হোসেন, মেহেদী হাসান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।