জাতীয় পার্টির মহাসচিব বাবলু আর নেই

“মৃত্যু” এক নির্মম, কঠিন বাস্তবতার নাম। মৃত্যু এমন এক মেহমান, যে দরজায় এসে দাড়িয়ে গেলে তাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো নেই! মৃত্যু যেকোন বয়সের, যেকোন মানুষের সামনে, যেকোন সময়ে উপস্থিত হতে পারে!

নতুন খবর হচ্ছে, জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু আর নেই।

শনিবার (২ অক্টোবর) সকাল ৯ টা ১২ মিনিটে রাজধানী শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, বাবলুর মৃত্যুতে জাতীয় পার্টিতে শোকের ছায়া নেমে এসেছে। কয়েকদিন ধরে জাপা মহাসচিব মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন। তার শারীরিক অবস্থা ছিলো সঙ্কটাপন্ন।