টসে জিতে ফিল্ডিংয়ে কলকাতা, একাদশে সাকিব

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স যেই দুইবার শিরোপা জিতেছে, প্রতিবারেই দলে ছিলেন সাকিব আল হাসান। তৃতীয়বার শিরোপা জয়ের সামনে দাড়িয়ে কেকেআর; সাকিব দলে আছেন এবারেও। তাহলে কি আরো একটা শিরোপা জিততে যাচ্ছে কেকেআর!

সাকিবের দলে থাকা না থাকা নিয়ে প্রতিটা ম্যাচেই হয়েছে আলোচনা। আন্দ্রে রাসেল খেলবেন নাকি সাকিব আল হাসান তা নিয়ে ছিল সংশয়। ফাইনালের আগেও কম জল্পনা-কল্পনা হয়নি। অবশেষে টস শেষে কলকাতা অধিনায়ক জানালেন উইনিং কম্বিনেশন নিয়েই ফাইনালে মাঠে নামছে কেকেআর; অর্থ্যাৎ দলে আছেন সাকিবও। টসে জিতে ফিল্ডিং নিয়েছেন ইয়ন মরগান।

২০১২ এবং ২০১৪ তে চ্যাম্পিয়ন হওয়ার পর কলকাতা টানা তিন মৌসুমে বাদ পড়েছে এলিমিনেটর ম্যাচ থেকেই। ফাইনালের খুব কাছে যেয়েও খেলা হয়নি স্বপ্নের ফাইনালটাই। তাই, সাকিব আবার কেকেআরে ফিরার পর দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেছিলো ভক্ত-সমর্থকেরা। তাদের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে; আরো একবার

কিন্তু এবারের ফাইনালে জয়টা যে সহজ হবে না তা অনুমান করাই যায়। আইপিএলে দুর্দান্ত ছন্দে আছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়কের ফর্মটা নিয়ে একটু সংশয় থাকলেও সর্বশেষ ম্যাচে দেখিয়েছেন নিজের ফিনিশার চরিত্রের ঝলক। সবমিলে, দুর্দান্ত এক ফাইনাল ম্যাচের অপেক্ষায় থাকতেই পারেন সমর্থকরা। সেইসাথে, দুই বিশ্বকাপজয়ী অধিনায়কের লড়াইয়ে আইপিএলের ট্রফিটা উঠে কার হাতে সেটা দেখারও।