টাইগারদের পাশে দাঁড়ালেন মিশা, তীব্র প্রতিবাদ রুবেলের

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বাজে পারফরম্যান্স নিয়ে হতাশ টাইগার ক্রিকেটপ্রেমীরা। এই দলেই বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা মাসুম পারভেজ রুবেল। রুবেলের ঠিক বিপরীত অবস্থানে খলনায়ক মিশা সওদাগর। তিনি কিছুটা উদার দৃষ্টিতেই দেখছেন বাংলাদেশের পারফরম্যান্সকে। তার কাছে বিশ্বকাপে লাল-সবুজের প্রতিনিধিদের উপস্থিতিই বড় কথা। চলচ্চিত্র সংশ্লিষ্টদের একটি ম্যাচ উপলক্ষে গতকাল শনিবার (৩০ অক্টোবর) অনেকটা রসিকতার ছলেই বাগ্‌বিতণ্ডায় জড়ান মিশা-রুবেল।

এ সম্পর্কে মিশা বলেন, ‘বাংলাদেশ দল বিশ্বকাপে খেলছে এটাই বড় কথা। পারফরম্যান্স কী করল, সেটা বড় ব্যাপার না। তাই আমি সবাইকে অনুরোধ করব কেউ জাতীয় দলকে নিয়ে গালিগালাজ করবেন না। তারা আমাদের জন্যই খেলছে। আর যাদের বিপক্ষে খেলছে তারা (প্রতিপক্ষ) আমাদের চেয়ে র‍্যাংকিংয়ে অনেক এগিয়ে। কাজেই আমরা আমাদের ছেলেদের সম্মান জানাই, সাধুবাদ জানাই।’

তবে মিশা সওদাগরের বক্তব্যে দ্বিমত পোষণ করেন রুবেল। তার ভাষ্য, ‘আমি মিশার কথায় তীব্র প্রতিবাদ করছি না, দ্বিমত পোষণ করছি। আমরা ক্রিকেট খেলা যখন দেখি তখন সবাই এমনকি সারা জাতি খেলোয়াড়দের দিকে তাকিয়ে থাকি। তারা যদি খারাপ খেলার মাধ্যমে আমাদের উৎসাহ-উদ্দীপনা আত্মাহুতি দেয় এবং সেটা জেনেশুনে তবে আমরা সেটাকে ভালোভাবে নেব না।’

এ সময় রুবেল যোগ করেন, বিশেষ করে আমি একজনের কথা বলতে চাই। ওনি লাস্ট ম্যাচে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়েছেন। এর আগেও আমরা এমন দৃশ্য দেখেছি। স্কুপ করতে গিয়েও আউট হয়। তখন দলের চরম অবস্থা। আমি মনে করি এটা আত্মাহুতি। আমি আত্মাহুতি দেওয়ার বিপক্ষে। আপনারা ভালোমন্দ খেলতেই পারেন। কিন্তু জেনেশুনে আত্মাহুতি দেওয়া যাবে না।

এদিকে বলার অপেক্ষা রাখে না এখানে মুশফিকুর রহিমকেই ইঙ্গিত করেছেন রুবেল। পালটা জবাবে মিশা বলেন, ‘এখানে রুবেলের একটি ভুল হয়েছে। মুশফিক অনেক ম্যাচে সুইপ আর স্কুপ খেলে বাংলাদেশকে জিতিয়েছে। কথার সুযোগ না দিয়েই রুবেল বলে উঠেন, এবং হারিয়েছে এবং হারিয়েছে।’