টিকিটের চাহিদার কারণে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন সম্ভব নয়: সৌরভ

আগামীকাল রবিবার দুবাইয়ে ভারত-পাকিস্তান দ্বৈরথের দিকে তাকিয়ে সারাবিশ্বের ক্রিকেটপ্রেমী মানুষ। এর আগে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বললেন, ভারতের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ আয়োজন করা খুব কঠিন।

আর এর পেছনে কারণ হিসেবে টিকিটের চাহিদা উল্লেখ করেছেন সৌরভ। ভারতের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে সৌরভ বলেন, ‘সবার নজর থাকে এই ম্যাচের দিকে। আমি বোর্ড সভাপতি হওয়ার পরেই ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছিল। এই ম্যাচে টিকিটের বিপুল চাহিদা থাকে। তাই ভারতে এই ম্যাচের আয়োজন করা খুব মুশকিল। কিন্তু আমিরাতে এই ম্যাচের উন্মাদনা অন্য রকম। তাই সেখানে কোনো সমস্যা হয় না।’

এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের মোট পাঁচ বার সাক্ষাতে সবগুলো ম্যাচ জিতেছে ভারত। তাই প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হলেও তাতে ভারতের খুব বেশি সমস্যা হবে না বলেই মনে করেন সৌরভ।

তিনি বলেন, ‘এই প্রথম পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারত বিশ্বকাপ অভিযান শুরু করছে, তা নয়। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের প্রথম খেলা পাকিস্তানের বিপক্ষে ছিল। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেও এই দুই দল খেলেছিল। ফাইনালে আবারও মুখোমুখি হয়েছিল তারা। তাই ক্রিকেটাররা চাপ সামলাতে সক্ষম।’