টিকে থাকার লড়াইয়ে ব্যাট হাতে আবারো ব্যর্থ হলেন তামিম

বাংলাদেশের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে তামিম অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

নতুন খবর হচ্ছে, এভারেস্ট প্রিমিয়ার লিগে এলিমিনেটর ম্যাচে আজ ব্যাট হাতে আবারো ব্যর্থ হয়েছেন তামিম ইকবাল। কাঠমুন্ডু কিংসের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই তামিম ইকবালের উইকেট হারিয়েছে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটরস।

দলীয় ২৬ রানের মাথায় ৯ বলে একটি বাউন্ডারি হাঁকিয়ে ৯ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। এভারেস্ট প্রিমিয়ার লিগে ব্যাট হাতে সফল হতে পারেননি তিনি। এই টুর্নামেন্টের ব্যাট হাতে এখনো পর্যন্ত চার ইনিংসে ১২, ১৪, ৪০, ও ৯ রান সংগ্রহ করেছেন।

ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটরস: শারদ ভেসাওকর, আরিফ শেখ, রোহিত কুমার, অবিনাশ বোহরা, কুশল মাল্লা, প্রদীপ আইরি, ভুবন কারকি, কৃষ্ণা কারকি, হরি শঙ্কর, দীপেশ শ্রেষ্ঠ, হিমানষু দত্ত, বিকাশ আগ্রি, দুর্গেশ গুপ্ত, তুল বাহাদুর ঠাপা, মৌসাম ধাকাল, তামিম ইকবাল, উপল থারাঙ্গা, ধামিকা প্রাসাদ ও শারভিন মুনিয়ান্দি।