টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়লেন সাকিব

গতকাল ওমানের বিরুদ্ধে ৩ উইকেট দখল করার সুবাদে টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় যুগ্মভাবে চার নম্বরে উঠে এলেন সাকিব আল হাসান। এর পরের ম্যাচেই ৪ উইকেট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বোলিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠেন সাকিব।

টি২০ বিশ্বকাপের ১৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকাঃ

১। আজ পাপুয়া নিউগিনির বিরুদ্ধে ৪ টি উইকেট নেওয়ার সুবাদে সাকিবের টি-২০ বিশ্বকাপে মোট উইকেট সংখ্যা দাঁড়ায় ২৮ ম্যাচে ৩৯।

২। টি-২০ বিশ্বকাপে ৩৪টি ম্যাচ খেলে সবথেকে বেশি ৩৯টি উইকেট নিয়েছেন শাহিদ আফ্রিদি।

৩। লসিথ মালিঙ্গা ৩১টি ম্যাচ খেলে ৩৮টি উইকেট নিয়েছেন। তিনি রয়েছেন টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় দ্বিতীয় স্থানে।

৪। পাকিস্তানের সৈয়দ আজমল ২৩ ম্যাচে ৩৬টি উইকেট নিয়ে এককভাবে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন।

৫। শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস টি-২০ বিশ্বকাপের ২১ ম্যাচে ৩৫টি উইকেট নিয়েছেন। তিনি রয়েছেন যুগ্মভাবে চতুর্থ স্থানে।

৬। পাকিস্তানের উমর গুল ২৪ ম্যাচে ৩৫টি উইকেট নিয়েছেন। তিনিও উইকেট সংখ্যার নিরিখে যুগ্মভাবে চতুর্থ স্থানে অবস্থান করছেন।