তালেবানকে ভয় পাওয়ার কিছু নেইঃ প্রধানমন্ত্রী

আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তালেবানকে ভয় পাওয়ার কিছু নেই। তিনি জানান, যে কোনো ধরনের ঘটনা মোকাবিলার সামর্থ্য বাংলাদেশের রয়েছে। আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আজ সোমবার (৪ অক্টোবর) বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি বলেন, ভয় পেলে ভয়, না পেলে কিছু নয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আমি আফগানিস্তান-প্যালেস্টাইন নিয়ে কথা বলেছি। আমরা চাই শান্তিপূর্ণ সমাধান।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের দেশ থেকে সেখানে (আফগানিস্তান) গিয়ে ট্রেনিং নিয়ে আসে অনেকে। আমরা এরকম অনেক ঘটনা সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে এনেছি। যেমন- হলি আর্টিসানের ঘটনা।

তিনি বলেন, এটা যে দেশের জন্য মঙ্গল বয়ে আনে না, এটা যে দেশের জন্য ক্ষতিকর-এ বিষয় মানুষকে বোঝাতে হবে। আমরা শান্তি চাই। মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে সাংবাদিকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী।