দুঃসময়ে টিম ম্যানেজমেন্টকে পাশে পেলেন লিটন

গত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুইটি ক্যাচ হাতছাড়া করে লিটন দাস যেন বনে গেছেন খলনায়ক। সামাজিক যোগাযোগমাধ্যমে লিটনকে নিয়ে ভক্তদের বড় অংশ চালাচ্ছেন উপহাস। এই দুঃসময়ে অবশ্য দলের সমর্থন পাচ্ছেন তারকা এই ওপেনার।

এদিকে উইকেটরক্ষক ব্যাটার লিটন দলে অন্যতম সেরা ফিল্ডার হিসেবেই বিবেচ্য। তার ক্যাচ হাতছাড়ার মাশুল গোনে বাংলাদেশ ম্যাচ হারলেও পেস বোলিং কোচ ওটিস গিবসন জানালেন, দল লিটনের পাশে আছে এবং সবসময়ই তার গুরুত্ব তুলে ধরছে।

এ সময় গিবসন বলেন, ‘লিটন আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়, অনেক দিন ধরেই। সে আমাদের সেরা ফিল্ডারদের একজন। দুটি ক্যাচ হাতছাড়ায় দলে তার অবদান খর্ব করছে না।’

গিবসন বলেন, ‘এই দুই ক্যাচ ধরলে ম্যাচের ফলাফল বদলে যেতে পারত, এ কারণেই লিটনকে নিয়ে এত সমালোচনা হচ্ছে। আমরা তাকে সমর্থন দিচ্ছি। তার মান সম্পর্কে মনে করিয়ে দিচ্ছি, তার গুরুত্ব ও ভূমিকা বোঝাচ্ছি। লিটনের জায়গায় অন্য খেলোয়াড় হলেও তাই হত।’

তিনি আরও বলেন, ‘দলের বাইরে কী হচ্ছে তা আমাদের নিয়ন্ত্রণে নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ কী বলছে তা তো আমরা নিয়ন্ত্রণ করতে পারব না। দলের মধ্যে যা আছে তা নিয়ন্ত্রণ করতে পারি। আরও চারটি ম্যাচ আছে। কাল একটি ভালো ক্যাচ ধরলেই সবাই তাকে নিয়ে ভাবনা বদলে ফেলবে।’