দুবাইয়ে লটারি জিতে কোটিপতি হলেন বাংলাদেশি শ্রমিক

মানুষের কপাল কখন খুলে যায় কেউ জানেনা। আজকের ফকির কালকে বাদশা। একমাত্র আল্লাহ্‌ পাক জানে কার ভাগ্যে কি লেখা আছে।

নতুন খবর হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক ‘মাহজুজ লটারি’ জিতে কোটিপতি হয়েছেন দেশটিতে ক্রেন অপারেটরের কাজ করা বাংলাদেশি আব্দুল কাদের।

৩২ বছর বয়সী এ বাংলাদেশি শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে এক রাতের মধ্যে ১০ লাখ দিরহাম জমা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা দুই কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ২৪৪ টাকা।

দুবাই শহরে ক্রেন অপারেটরের কাজ করেন আব্দুল কাদের। ৪৬তম সাপ্তাহিক মাহজুজ লটারি ড্রতে তিনি ছিলেন দ্বিতীয় বিজয়ী। যে ছয়টি পুরস্কার ঘোষণা করা হয়, তার মধ্যে তিনি পঞ্চম পুরস্কার বিজয়ী। তিনি এ বছরের দুবাইভিত্তিক মাহজুজ লটারির ১৬তম বিজয়ী।

দীর্ঘ ১০ বছর ধরে আব্দুল কাদের দুবাইয়ে কাজ করছেন। তার পরিবারের সদস্যরা থাকেন বাংলাদেশে। প্রবাস জীবনে অর্জিত সব অর্থই তিনি তার পরিবারকে পাঠিয়ে দেন।

লটারি বিজয়ী কাদের নিজের অনুভূতি ব্যক্ত করেছেন খালিজ টাইমস পত্রিকায়। তিনি বলেন, লটারি থেকে পাওয়া পুরস্কারের টাকা থেকে কিছু অংশ আমার বাবা ও ভাইকে দেব। তারা আর্থিক সঙ্কটের মধ্যে আছেন। এরপর আমি একটি বাড়ি নির্মাণ করে তা ভাড়া দেব। এর মাধ্যমে আমি ও আমার পরিবারের সদস্যরা সবসময় একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ আয় করতে পারবো।