দেশে ইন্টারনেট সেবা কখন ঠিক হবে, জানালো বিটিআরসি

আজ ভোর থেকে সারাদেশে মোবাইল ফোনে দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ পাওয়া যাচ্ছে। এ নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে সব মোবাইল অপারেটরের ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে।

তবে আজকের দিনের মধ্যে এ সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. এহসানুল কবীর।

এ ব্যাপারে তিনি বলেন, বিভিন্ন মোবাইল অপারেটরের সঙ্গে ডাটা নেটওয়ার্কিং নিয়ে কাজ চলছে।

এ বিষয়ে গ্রাহকদের কাছে গ্রামীণ ফোনের পক্ষ থেকে একটি এসএমএস দেওয়া হয়েছে। এতে লেখা হয়েছে- প্রিয় গ্রাহক, বন্ধ ফোরজি ও থ্রিজি সেবা ফিরিয়ে আনতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি। সাময়িক এ অসুবিধার জন্য আমরা দুঃখিত।