নিজের প্রথম ওভারেই উইকেট নিলেন সৌম্য

শ্রীলঙ্কা- বাংলাদেশ খেলা মানেই টানটান উত্তেজনা খেলার মাঠে কোন দলই হার মেনে নিতে চায়না। তবে শেষ হাসি হাঁসতে হয় যে কোন এক দলকেই।

নতুন খবর হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। ১৬ রান করে লিটন দাস এবং ১১ রান করে প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার নাঈম শেখ।

ভালো শুরু করে ও ইনিংস বড় করতে পারেননি মুশফিকুর রহিম। ১৩ রান করে আউট হয়েছেন তিনি। শুরুটা ভালো করেও শেষ করতে পারেননি সৌম্য সরকার এবং আফিফ হোসেন। ৩৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য সরকার এবং ১১ রান করে প্যাভিলিয়নে ফেরেন আফিফ হোসেন।

এরপর মাহেদি হাসানের ১২ বলে ১৬ রানের কল্যাণে ২০ ওভার শেষে ১৪৬ রানের মাঝারি টার্গেট দাঁড়া করায় বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে দুশমন্ত চামিরা নিয়েছেন ২৭ রানে ৩ উইকেট।

জবাবে ১৮ রানের মাথায় প্রথম উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছয় ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা।

এদিকে, নিজের প্রথম ওভারেই উইকেট নিলেন সৌম্য।