নেইমার কল্পনার বাইরেও অনেক কিছু করতে পারেঃ ব্রাজিল কোচ

নিঃসন্দেহে ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। ৯০ মিনিটের এই খেলায় খেলোয়াড় এবং দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর খেলা মানেই রেকর্ড ভাঙ্গার প্রতিযোগিতা। একজন খেলোয়াড়ের রেকর্ড আরেক খেলোয়াড় ভেঙ্গে দিয়ে নতুন রেকর্ড গড়বে, সৃষ্টি করবে নতুন এক ইতিহাস।

নতুন খবর হচ্ছে, কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গোলশূন্য ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এতে ভীষণ সমালোচনা হচ্ছে নেইমারের পারফর্মেন্স নিয়ে। বাছাই পর্বে ব্রাজিল ভালো অবস্থানে থাকলেও নেইমারের নিষ্প্রভ পারফরম্যান্সই সমালোচনা হচ্ছে। তবে এই মুহূর্তে প্রিয় শিষ্যের পাশে দাঁড়ালেন ব্রাজিল কোচ তিতে।

ম্যাচের শেষে তিতে বলেন, ‘নেইমারের ব্যাপারে মানুষের প্রত্যাশা থাকে যে, সব সময় অসাধারণ কিছু করবে, ব্রাজিলকে ম্যাচ জেতাবে। কারণ কল্পনার বাইরে ও অনেক কিছু করতে পারে।’

তিনি আরো বলেন, ‘নেইমার অসাধারণ মানের খেলোয়াড়, যে সব সময় অসাধারণভাবে খেলে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে, ওকে প্রতিপক্ষের খেলোয়াড়রা সব সময় কড়া পাহারায় রাখে। কখনও সেটা দুজন।’