নেপালের বিপক্ষে এগিয়ে থেকে শেষ হলো প্রথমার্ধের খেলা

চলতি সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার লড়াইয়ে মালদ্বীপের মালেতে নেপালের মুখোমুখি বাংলাদেশ। আর এই ম্যাচে খেলার ৮ মিনিটেই সুমনের গোলে এগিয়ে গেছে বাংলাদেশ। এদিকে ১-০ গোলে শেষ হয়েছে প্রথমার্ধের খেলা।

দারুণ গতিতে এগোতে থাকা রাকিবকে বক্সের বাঁ প্রান্তে ফাউল করেন গৌতম। ফ্রি কিক পায় বাংলাদেশ। জামাল ভূঁইয়ার ডান পায়ের শট নেপালি খেলোয়াড়ের গায়ে লেগে গোলমুখের সামনে যায়। ৮ মিনিটে সুমন রেজা দারুণ হেডে বাংলাদেশকে এগিয়ে দেন। বাংলাদেশ ১-০ নেপাল। এরপর একাধিকবার আক্রমণ করলেও গোলের দেখা পায়নি কোন দল।

এই ম্যাচে রক্ষণে পরিবর্তন আনতে হয়েছে। ইয়াসিন আরাফাত হলুদ কার্ডের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারছেন না, রক্ষণে জায়গা পেয়েছেন টুটুল হোসেন বাদশা।

ভারতের বিপক্ষে লাল কার্ড দেখা বিশ্বনাথ ঘোষও ফিরেছেন। ফাইনালে জায়গা পেতে ম্যাচটি জিততেই হবে বাংলাদেশকে।