পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ৩ পরিবর্তন

‘ক্রিকেট ইজ অ্যা জেন্টলম্যান’স গেইম’ বলে একটি কথা আছে। কিন্তু কোথাও লেখা দেখিনি বা শুনিনি যে ‘ক্রিকেট ইজ এ ফানি গেইম’। তবে অনেকেই মনে করে ক্রিকেট একটি মজার খেলা। আসলে মনে করাটাই স্বাভাবিক, কেননা ডব্লিউ জি গ্রেসের মতে এই আধুনিক ক্রিকেটটা আসলেই কয়েক’শ কোটি মানুষের বিনোদনের খোরাক যোগাচ্ছে।

নতুন খবর হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত পাকিস্তানের ১৫ সদস্যের দলে পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পূর্বে ঘোষিত মূল স্কোয়াডে থাকা আজম খান এবং মোহাম্মদ হাসনাইনকে বাদ দিয়ে সরফরাজ আহমেদ এবং হায়দার আলীকে অন্তভূক্ত করেছে তারা।

এ ছাড়া পূর্বের স্কোয়াডে ফখর জামান ছিলেন অতিরিক্ত ক্রিকেটার। তাকে নতুন ঘোষিত পাকিস্তানের মূল স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হয়েছে। তাকে জায়গা দিতে গিয়ে মূল স্কোয়াডের ক্রিকেটার খুশদিল শাহকে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে রেখেছে পিসিবি।