পাকিস্তানের বাচ্চারা হরহামেশাই এমন বোলিং করেঃ বরুণের বোলিং নিয়ে সালমান বাট

আইপিএল কোলকাতা নাইট রাইডার্সের কেকেআর হয়ে খেলা বরুন চক্রবর্তীকে ভারতের স্পিন ডিপার্টমেন্টের এক্স ফ্যাক্টর হিসেবে দেখা হচ্ছিলো। তবে পাকিস্তান দলের কাছে বরুন মোটেই সারপ্রাইজ ছিলেন না বলে মনে করছেন সাবেক পাকিস্তানি তারকা ক্রিকেটার সালমান বাট।

গত রবিবার (২৪ অক্টোবর) বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিং তান্ডবে সামান্যতম চিড় ধরাতে পারেনি বরুণের স্পিন। ম্যাচে ৪ ওভার বল করে ৩৩ রান দিয়ে উইকেট শূন্য থাকেন এই স্পিনার। তার এই ব্যর্থতায় তাকে খোচা দিয়ে বসলেন সাবেক পাক তারকা ক্রিকেটার সালমান বাট। পাকিস্তানের অলি গলিতে বরুণের মতো বোলার রয়েছে বললেন তিনি।

এদিকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে প্রথম ম্যাচ জয়ের পর নিজের ইউটিউব চ্যানেলে সালমান বলেন, ‘বরুণ চক্রবর্তী রহস্যময় বোলার হতে পারে। তবে আমাদের কাছে ও মোটেই রহস্যময় নয়। স্ট্রিট ক্রিকেটে পাকিস্তানের বাচ্চারা হরহামেশাই এমন বোলিং করে। যেখানে বোলাররা আঙুলের কারিকুরিতে বোলিংয়ে বৈচিত্র আনার চেষ্টা করে।’

তিনি আরও বলেন, ‘ক্যারিয়ারের শুরুতে মেন্ডিসো নিজের রহস্যময় বোলিংয়ে অনেক ব্যাটারদের বিপদে ফেলেছেন। তবে পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড মোটেই ভালো নয়। কিছুদিন পর ভারতের বিপক্ষেও তাকে খেলানো হত না। আমরা রহস্যময় বোলিংয়ে আসলে কোনো রহস্য পাই না। কেননা এরকম বোলিং খেলেই আমরা পাকিস্তানে বেড়ে উঠি।’