পাকিস্তানের বিপক্ষে হার সইতে না পেরে অবসরের সিদ্ধান্ত নিয়েছিঃ আসগর

আফগানিস্তানের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে আসগর আফগান অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

নতুন খবর হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না আফগানিস্তানের সাবেক অধিনায়ক আসগর আফগানকে। তারকা এই ব্যাটার জানিয়েছেন, পাকিস্তানের কাছে হারের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রশিদ তো ম্যাচের পর সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু আসগর নিয়ে বসেছেন বড় এক সিদ্ধান্ত। বিশ্বকাপের মাঝপথেই তিনি দিয়ে বসেছেন অবসরের ঘোষণা।

নামিবিয়ার বিপক্ষে দেশের হয়ে নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমে আসগর ২৩ বলে ৩১ রানের ইনিংস খেলেন। দলীয় ইনিংস শেষে তিনি জানান অবসরের কারণ।

কান্নাজড়িত কণ্ঠে চোখে পানি মুছে আসগর বলেন, ‘আমি তরুণদের সুযোগ দিতে চাই। আমার মনে হচ্ছে এখনই এর ভালো সুযোগ।’

কেন বিশ্বকাপের মাঝপথেই অবসর নিচ্ছেন, এমন প্রশ্নের জবাবে তার ভাষ্য, ‘এই প্রশ্ন আমাকে সবাই-ই করছে। কিন্তু আমি বলে বুঝাতে পারব না। গত ম্যাচে আমরা অনেক কষ্ট পেয়েছি। এ কারণেই অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’