পাকিস্তানের বিশ্বকাপ দলে আমিরকে রাখা উচিত ছিল!

পাকিস্তানের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে আমির অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

নতুন খবর হচ্ছে, নানা নাটকীয়তায় পর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তানের ঘোষিত সর্বশেষ স্কোয়াডে জায়গা পেয়েছেন শোয়েব মালিক। তার আগে কপাল খুলেছে সরফরাজ আহমেদ ও হায়দার আলীর। অতিরিক্ত ক্রিকেটার হিসেবে পূর্বের স্কোয়াডে থাকা ফখর জামান ঠাঁই পেয়েছেন মূল দলে। তবে মালিকের সঙ্গে নতুন করে মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজকে সংযুক্ত করা উচিত ছিল বলে মনে করেন শোয়েব মোহাম্মদ।

পিসিবির ওপর অভিমান করে জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন পাকিস্তানের অন্যতম অভিজ্ঞ পেসার আমির। অবশ্য খুব দ্রুতই জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। এদিকে নয় মাসের মতো দলের বাইরে থাকলেও আইসিসির বৈশ্বিক আসরগুলোতে খেলার অভিজ্ঞতা রয়েছে ওয়াহাবের।

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপাজয়ী পাকিস্তানের পেস আক্রমণের প্রধান হাতিয়ার ছিলেন আমির। তাছাড়া বল সুইং করাতে পারেন তিনি। গতির সঙ্গে ওয়াহাবেরও সুইং করানোর দক্ষতা থাকায় দুজনই পাকিস্তানের বিশ্বকাপ দলে থাকতে পারতেন বলে মনে করেন মোহাম্মদ।

এ প্রসঙ্গে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার মোহাম্মদ বলেন, ‘মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ এবং শোয়েব মালিক একসঙ্গে এই দলের অংশ হতে পারত। মালিক একজন অসাধারণ ফিল্ডার এবং ব্যাটসম্যান। সে স্ট্রাইক রোটেশন করে ব্যাটিংয়ের পাশাপাশি বড় শট খেলতে পারে। অন্যদিকে আমির এবং ওয়াহাবের বল সুইং করানোর ক্ষমতা আছে।’