পানি পানের বিরতিতে মাঠে নামাজ আদায় করে প্রশংসায় ভাসছেন রিজওয়ান

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম বারের মতো চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়েছে পাকিস্তান। তাও সেই জয় কোনো উইকেট না হারিয়ে। কোহলির দলকে কোনো সুযোগ না দিয়েই দশ উইকেটের ব্যবধানে ম্যাচ জিতেছে বাবর আজমের পাকিস্তান। গড়েছেন এক নতুন ইতিহাস। তবে সেই ম্যাচে দারুণ ব্যাটিং তো বটেই, ভিন্ন এক কারণে নজর কেড়েছেন পাকিস্তানের ওপেনিং ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। মাঠেই নামাজ আদায় করেছেন তিনি।

ম্যাচে তখন চলছে পানি পানের বিরতি। তখন ক্রিজে থাকা ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ড্রেসিং রুম থেকে আসা কৌশল শুনে নিজেদের পরিকল্পনা ঠিক করতে ব্যস্ত, পাকিস্তান দলও করছিল একই কাজ, তখনই কিপিং গ্লাভস আর হেলমেট খুলে রিজওয়ান দাঁড়িয়ে গেলেন নামাজে। মাঠেই আদায় করলেন নামাজ।

এদিন খেলা চলাকালীন একজন খেলোয়াড়ের এমন কাজ সচরাচর দেখা যায় না। রিজওয়ানের এভাবে নামাজ আদায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে পৌঁছে যেতেও সময় নেয়নি। সমর্থকদের একগাদা প্রশংসাই কুড়িয়েছেন তিনি।

এদিন ম্যাচেও শেষ হাসিটা হেসেছেন তিনিই। ৫৫ বলে খেলেছেন অপরাজিত ৭৯ রানের এক ইনিংস। তাতে মাঝারি পুঁজি পাওয়া ভারতের আশাও শেষ হয়ে যায় নিমিষেই। শেষমেশ তাকে আর আউট করতে পারেনি কোহলির দল, তার ওপেনিং-সঙ্গী বাবর আজমকেও না। তাতেই পাকিস্তান ভারতকে হারায় দশ উইকেটে, বিশ্বকাপের মঞ্চে এ জয় এসেছে প্রথমবার। ইতিহাসটা দারুণভাবেই গড়ে বাবর আজমের দল।