পাশ করলেন নাসির হোসেন

বাংলাদেশের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে নাসির হোসেন অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

নতুন খবর হচ্ছে, মাঠের বাইরে বেশ অস্থির সময় কাটছে নাসির হোসেনের। জাতীয় দলের এই ক্রিকেটার অনেক দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না। নানা বিতর্কে জড়িয়ে শঙ্কায় পড়েছিল ঘরোয়া ক্রিকেটও।

তবে সব শঙ্কা দূর করে নাসির আসন্ন এনসিএলে ফেরার বার্তা দিয়ে রাখলেন বীরদর্পেই। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরুর আগে বাধ্যতামূলক ফিটনেস টেস্টে ভালোভাবেই উতরে গেছেন তিনি। ফলে এনসিএলে অংশ নিতে আর কোনো বাধা নেই তার।

শনিবার (২ অক্টোবর) মিরপুরে ফিটনেস টেস্টে অংশ নেন এনসিএলে খেলার অপেক্ষায় থাকা ক্রিকেটাররা। বিভিন্ন দলের প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলে এনসিএলের জন্য দলগুলোর মূল স্কোয়াডে জায়গা পাবেন।

শনিবারের ফিটনেস টেস্ট হয়েছে ইয়ো ইয়ো টেস্টের মাধ্যমে। তাতে নাসির পেয়েছেন ১৭ নম্বর। চমক দেখিয়েছেন আবু হায়দার রনি। তিনি পেয়েছেন ১৯.৩ নম্বর। এছাড়া ফিটনেস টেস্ট উতরে গেছেন নাঈম ইসলাম ও শুভাশীষ রায়।