প্যারাগুয়ে কঠিন প্রতিপক্ষ, সতর্ক আর্জেন্টিনা

নিঃসন্দেহে ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। ৯০ মিনিটের এই খেলায় খেলোয়াড় এবং দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর খেলা মানেই রেকর্ড ভাঙ্গার প্রতিযোগিতা। একজন খেলোয়াড়ের রেকর্ড আরেক খেলোয়াড় ভেঙ্গে দিয়ে নতুন রেকর্ড গড়বে, সৃষ্টি করবে নতুন এক ইতিহাস।

নতুন খবর হচ্ছে, ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এস্তাদিও ডিফেন্সোরেস দেল চাকোতে ম্যাচটি শুরু হবে আগামীকাল ভোর ৫টায়। তার আগে প্যারাগুয়েকে কঠিন প্রতিপক্ষ হিসেবে আখ্যা দিলেন আলবিসেলেস্তেদের হেড কোচ লিওনেল স্ক্যালোনি।

সাম্প্রতিক সময়ে ফর্মের তুঙ্গে আছে আর্জেন্টিনা। সবশেষ আট ম্যাচে শতভাগ জয় পেয়েছে তারা। বড় প্রেরণা গত কোপা আমেরিকা। ল্যাটিন আমেরিকান অঞ্চলের শ্রেষ্ঠত্বের মঞ্চে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর কোনো বৈশ্বিক আসরের শিরোপা জিতেছে লিওনেল মেসিরা।

গত ১০ সেপ্টেম্বর বলিভিয়াকে ৩-০ গোলে হারানোর দিনে হ্যাটট্রিক করেছেন মেসি। ফর্মে আছেন অ্যাঞ্জেল ডি মারিয়া, জিওভানি লো সেলসো, রদ্রিগো ডি পল, লাউতারো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরোরাও। এতকিছু পরও মাটিতেই পা রাখতে চান আর্জেন্টিনার কোচ।

সংবাদ সম্মেলনে স্ক্যালোনি বলেন, ‘প্যারাগুয়ে কঠিন প্রতিপক্ষ। তাদের বিপক্ষে আমরা যতবার খেলেছি, ততবারই সমস্যায় পড়েছি। ওদের কোচের বক্তব্যের সঙ্গে আমি একমত যে, তারা প্রত্যেকের জন্যই কঠিন প্রতিপক্ষ। তাছাড়া নিজেদের মাঠে খেলবে, এটা ওদের বাড়তি পাওয়া।’