প্রতিশোধ নিয়েও বিনয়ী পাকিস্তানের ক্রিকেটাররা

সম্প্রতি পাকিস্তান সফরে গিয়েও ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে নিরাপত্তার শঙ্কা দেখিয়ে পাকিস্তান সফর বাতিল করে নিউজিল্যান্ড। এতে বেশ ক্ষতির মুখে পড়ে পিসিবি। কেননা এর ফলে ইংল্যান্ডও পাকিস্তান সফর বাতিল করে। এমন অবস্থায় নিউজিল্যান্ডকে বিশ্বকাপে দেখিয়ে নেয়ার হুশিয়ার দেন পাকিস্তানি ক্রিকেটাররা।

বিশ্বকাপে দেখিয়েও নিল, তবে এরপর আর প্রতিশোধর ভাসা নয় বরং ম্যাচের পরে নিউজিল্যান্ড ক্রিকেটারদের পাশে দাঁড়াল পাকিস্তানের ক্রিকেটাররা। জয়ের পর পাকিস্তান ক্রিকেটের অফিসিয়াল টুইটারে কিউয়িদের জন্য বিশেষ বার্তা দিতে দেখা যায় পাক ক্রিকেটার ইমাদ ওয়াসিমকে।

আসলে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে নিজেদের সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড। পাকিস্তানের মাটিতে ম্যাচ খেলতে যাওয়ার আগের মুহূর্তে হঠাৎ নিরাপত্তার কারণ দেখিয়ে দল নিয়ে দেশে ফিরে যায় কিউয়ি বাহিনী। যা নিয়ে পরে দীর্ঘ সমালোচনা দেখা গিয়েছিল।

টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছিলেন এই ঘটনা ঠিক হয়নি। এবার ম্যাচের পরে পাক ক্রিকেটার ইমাদ ওয়াসিম বললেন এমন ঘটনা ঘটলে হয়তো তারাও সেই কাজটাই করতেন যেটা কিউইরা করেছেন।

এদিন ম্যাচ জেতার পরে ওয়াসিম জানান, ‘এই জয় পাকিস্তানের এবং বিশ্বের সমস্ত পাকিস্তান সমর্থকের। দারুণ একটা ম্যাচ হল, আমরা ওদের বিরুদ্ধে অসাধারণ খেলেছি। ওরা ভালো দল কিন্তু শেষ পর্যন্ত আমরাই জিতেছি।’

ওয়াসিম বলেন, ‘কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, মার্টিন গাপটিল ওরা প্রত্যেকেই ভালো, আমি ওদের অনুর্ধ্ব ১৯ থেকেই চিনি। ওরা খুব ভালো খেলোয়াড়, ওদের রেকর্ড অসাধারণ, কিন্তু আমাদের দর্শকরা ওদের মিস করেছে। কিন্তু এতে ওদের কিছু করার নেই। এটা ওদের সরকারের সিদ্ধান্ত। এতে আমরা কিছু করতে পারিনা। যদি আমাদের সরকার এটা করত, তাহলে আমাদেরও এটাই করতে হত। তবে আশা করি পরের বার নিশ্চিত আমরা আমাদের সকল দর্শকদের সামনে একে অপরের বিরুদ্ধে খেলতে নামব।’