প্রথমবারের মতো ভারতকে হারাল বাংলাদেশ

এবার দারুণ চমক দেখিয়েছেন বাংলাদেশের তরুণ টেবিল টেনিস খেলোয়াড় রামহীম লিয়ান বম। ওয়ার্ল্ড টেবিল টেনিস ইয়ুথ কম্পিটিশনে বান্দরবানের এই তরুণ হারিয়ে দিয়েছেন ভারতের পিভি অভিনন্দকে।

এদিকে গ্রুপ পর্বের প্রথম খেলায় শ্রীলঙ্কার কাছে হারার পর ভারতের অভিনন্দকে ৩-২ সেটে হারানোটা বাংলাদেশের রামহীমের জন্য দারুণ চমক। আন্তর্জাতিক টেবিল টেনিসে এর আগে বাংলাদেশ কখনই ভারতের খেলোয়াড়কে হারাতে পারেনি।

জাতীয় টেবিল টেনিস কোচ মোহাম্মদ আলী বলেছেন, ‘শ্রীলঙ্কার কাছে হারার পর ভারতের খেলোয়াড়কে হারাবে, সেটা আমি কল্পনাও করিনি। আমি ১৯৮২ সাল থেকে খেলা শুরু করেছি। এখন কোচ। বাংলাদেশের কোনো খেলোয়াড় ভারতীয় কোনো খেলোয়াড়কে হারিয়েছে, এটা আগে দেখিনি। এই ফলাফলে আমি দারুণ খুশি।’

এদিকে মূলপর্বে বাংলাদেশের দুইজন দুইরকম ফলাফল করেছেন। শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে রামহীম উজবেকিস্তানের কাছে হেরে গেলেও হৃদয় ওমানের প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন।