প্রথমবারের মতো পুরুষদের ক্রিকেটে মহিলা কোচ দেখতে যাচ্ছে ক্রিকেটবিশ্ব

এবার প্রথমবারের মতো পুরুষদের ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটে মহিলা কোচ দেখতে যাচ্ছে ক্রিকেটবিশ্ব। কাউন্টি ক্রিকেটের আঙিনা পেরিয়ে এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও কোচিং করাতে যাচ্ছেন ইংল্যান্ডের সারাহ টেইলর। সাসেক্সের ছেলেদের দলের সহকারী কোচ হয়ে ইতিহাস গড়া ইংল্যান্ডের সাবেক এই নারী ক্রিকেটার কাজ করবেন টি-টেন লিগে।

এদিকে আবু ধাবির টি-টেন টুর্নামেন্টে টিম আবু ধাবির সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মেয়েদের ক্রিকেটের সর্বকালের সেরা কিপার-ব্যাটারদের একজন টেইলরকে। প্রতিযোগিতাটি শুরু আগামী ১৯ নভেম্বর থেকে।

এর আগে গত মার্চে টেইলরকে কোচ হিসেবে দায়িত্ব দেয় সাসেক্স। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের সুদীর্ঘ ইতিহাসে ছেলেদের মূল দলে প্রথম মেয়ে বিশেষজ্ঞ কোচ হিসেবে যোগ দিয়ে ইতিহাস গড়েন তিনি।

এদিকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অবশ্য টেইলরই প্রথম নারী কোচ নন। ২০১৯ সালে বিগ ব্যাশের দল ব্রিজবেন হিট অস্ট্রেলিয়ার সাবেক কিপার-ব্যাটার জুলি প্রাইসকে সহকারী কোচের দায়িত্ব দিয়েছিল।