প্রধানমন্ত্রী কাউকে ফিরিয়ে দেন না: পরিকল্পনামন্ত্রী

আজ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রীর কাছে অসংখ্যবার প্রকল্প নিয়ে গিয়েছি, তিনি ফিরিয়ে দেননি। সর্বশেষ একনেকেও তিনি নেত্রকোনার একটি প্রকল্প অনুমোদন দিয়েছেন।

আজ শনিবার (৯ অক্টোবর) অফিসার্স ক্লাবে বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ আয়োজিত ‘বার্ষিক সন্মেলন ২০২১’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ময়মনসিংহ নানা কারণে আমার কাছে স্মরণীয়। তখন প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা, সফরে গেলেন ময়মনসিংহ। আমি সেখানকার ডিসি। আমাকে ওপর মহল থেকে ফোন করা হলো যে, সফরে যাচ্ছেন পাত্তা দিয়েন না। আমি সে কথা শুনলাম না। আমি তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোভাবেই প্রটোকল দিলাম। তিনিও বেশ খুশি হলেন। আমি সেখানেই তাকে বললাম যে, আমি আপনার সঙ্গে কাজ করতে চাই, আর সেই স্থানটি হলো ময়মনসিংহ সার্কিট হাউজ।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ময়মনসিংহ তথা সারা দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে। আমরা নানা পরিকল্পনা নিচ্ছি। তবে আমাদের দক্ষ হতে হবে, পরিশ্রমী হতে হবে। বেশি বেশি কাজ করতে হবে। আমি বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের বৃহৎ পরিকল্পনার কথা শুনলাম, যতটুকু পারি আমি আপনাদের সহায়তা করবো।’