ফাইনালের আগে কলকাতার জার্সি গায়ে তৈরি সাকিবের ছেলে ও মেয়ে

ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ১৪তম আসরের ফাইনালে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাইয়ে খেলাটি শুরু হবে। অতীতে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে তিনবার আইপিএল শিরোপা জিতে নেয় চেন্নাই। এছাড়া রেকর্ড পাঁচবার রার্নসআপ হয় চেন্নাই। আইপিএলের ১৪ আসরের মধ্যে এ নিয়ে নয়বার ফাইনালে খেলছে ধোনির দলটি।

অন্যদিকে অতীতে দুইবার গৌতম গম্ভীরের নেতৃত্বে আইপিএল শিরোপা জিতে নেয় কলকাতা নাইট রাইডার্স। তৃতীয়বারের মতো ফাইনালে খেলছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিটি। এবারের ফাইনালে কেকেআরের নেতৃত্ব দিচ্ছেন ইংল্যান্ডকে প্রথমবার বিশ্বকাপ ট্রফি উপহার দেওয়া ইয়ন মরগান।

এর আগে ২০১২ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন কেকেআরের বিপক্ষে হেরে ট্রফি হাতছাড়া করে ধোনির চেন্নাই। এবার হয়তো নেই হতাশা কাটাতে চাইবেন ধোনি।

চলতি আইপিএলে ফাইনালের আগে দুইবারের সাক্ষাতে চেন্নাইয়ের কাছে হেরে যায় কেকেআর। গ্রুপপর্বের সেই হারের প্রতিশোধ ফাইনালে হয়তো নিতে চাইবেন মরগানরা।

তবে দুই দলের অতীত সমীকরণে একধাপ এগিয়ে চেন্নাই। কলকাতা-চেন্নাই ২৬ বার মুখোমুখি হয়েছে। ১৭ বার জিতেছে মহেন্দ্র সিং ধোনির দল। কেকেআর জিতেছে ৯ বার।

এদিকে, ফাইনালের আগে জার্সি গায়ে তৈরি সাকিবের ছেলে আইজাহ ও মেয়ে ইরাম।