ফাইনাল ম্যাচে রাতে মুখোমুখি ফ্রান্স-স্পেন

আজ রাতে নেশনস লিগের শিরোপা নির্ধারণী মঞ্চে মুখোমুখি স্পেন-ফ্রান্স। বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

গত ২০০৮ ইউরো, ২০১০ বিশ্বকাপের পর ২০১২ ইউরো জয়টা রূপকথার মতোই ছিল স্পেনের। এরপর একঝাঁক তারকার বিদায়ে বৈশ্বিক কোনো টুর্নামেন্টের ফাইনালে খেলা হয়নি আর।

এদিকে ৯ বছর পর সেই অতৃপ্তি মিটিয়ে নেশনস লিগের ফাইনালে লুই এনরিকের দল। শিরোপাতেই চোখ এনরিকের, ‘প্রতিটি ম্যাচেই উন্নতির চেষ্টা করি। ফাইনালে ভালো খেলতে মুখিয়ে সবাই।’

এদিকে ইতালির ৩৭ ম্যাচ অপরাজিত থাকার যাত্রা থামিয়েছিল স্পেন। আর বেলজিয়ামের সঙ্গে পিছিয়েও এমবাপ্পে, বেনজিমার জাদুতে জিতেছিল ফ্রান্স।

সেই ধারাটাই ধরে রাখতে চান ফরাসি কোচ দিদিয়ের দেশম, ‘ফাইনাল শেষে একটি দল হাসবে, কাঁদবে আরেকটি। আমরা কাঁদতে চাই না।’