ফুটবল দলের জন্য দেশবাসীর দোয়া চাইলেন নান্নু

নিঃসন্দেহে ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। ৯০ মিনিটের এই খেলায় খেলোয়াড় এবং দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর খেলা মানেই রেকর্ড ভাঙ্গার প্রতিযোগিতা। একজন খেলোয়াড়ের রেকর্ড আরেক খেলোয়াড় ভেঙ্গে দিয়ে নতুন রেকর্ড গড়বে, সৃষ্টি করবে নতুন এক ইতিহাস।

নতুন খবর হচ্ছে, শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল প্রস্তুতি ম্যাচে হেরেছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে আনুষ্ঠানিকভাবে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়ে হাতের মুঠোয় থাকা ম্যাচে হারতে হয়েছে। তবে এ নিয়ে একটুও চিন্তিত নন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। জাতীয় দলের সাবেক অধিনায়ক বরং আজকে সাফ ফুটবলে বাংলাদেশ নেপাল অলিখিত সেমিফাইনাল ম্যাচের জন্যই আলাদা করে দোয়া চাইলেন।

ওমানে কন্ডিশনিং ক্যাম্প ও একটি অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে বর্তমানে আছে সংযুক্ত আরব আমিরাতে, দুইটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলার খেলবে। যার প্রথমটিতে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে ৪ উইকেটে।

তিনি বলেন, ‘প্রস্তুতি ম্যাচ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। অনেকেই সকাল থেকে প্রশ্ন করেছে ম্যাচটা হেরে গিয়েছে কেন? প্রস্তুতি ম্যাচটা হল নিজেকে তৈরি করার জন্য, বিশ্বকাপের যে পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি, সেই পরিকল্পনা কীভাবে টুর্নামেন্টে সফল করবো এটাই। খেলোয়ারেরাও কিন্তু একটা কন্ডিশনের মধ্য দিয়ে গিয়েছে।’

‘আশা করছি আমরা বিশ্বকাপটা ভালো ভাবেই শুরু করতে পারবো। বাছাইপর্বের তিনটা ম্যাচই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আসলে বিশ্বকাপের সবগুলো ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ যদি আপনি উপরের দিকে যেতে চান।’

এদিকে আজ মালদ্বীপে নেপালের বিপক্ষে ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ফাইনালে যেতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই জামাল ভূঁইয়াদের। জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হলেও ফুটবল দলের জন্য আলাদা করে দোয়া চাইলেন নান্নু।

তিনি বলেন, ‘আজকে ফুটবলের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে নেপালের সঙ্গে, আমাদের উপমহাদেশে এটা কিন্তু একটা বিশ্বকাপ। ওদের জন্য অবশ্যই দোয়া করবেন। আমরা সবাই চাই ফুটবল থেকে ভালো কিছু নিয়ে ছেলের যেন দেশে ফিরতে পারে।’