ফেসবুক ছেড়ে ক্রিকেটে মনোযোগ দেয়ার পরামর্শ টাইগারদের

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাবাহিকভাবে খারাপ পারফরম্যান্স করছে টাইগাররা। তাদের এই পরিস্থিতির মধ্যেই আরও নতুন মন্তব্য শুনতে হলো সাকিব-মুশফিকদের। বাইরের বিষয়ে যেন অনেক বেশি সম্পৃক্ত হয়ে পড়েছেন ক্রিকেটাররা, মনে হচ্ছে নাঈমুর রহমানের।

বিসিবি পরিচালক ও সাবেক এই অধিনায়কের যা মোটেও পছন্দ হচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষত ফেইসবুকে যা হচ্ছে, তা নিয়ে মাথা না ঘামিয়ে উত্তরসূরিদের ক্রিকেটে মনোযোগ দেওয়ার আহ্বান জানালেন তিনি।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স আশানুরূপ হচ্ছে না। খেলোয়াড়রা পারছেন না প্রত্যাশা মেটাতে। সামর্থ্য অনুযায়ী খেলতে পারছেন না বেশিরভাগ ক্রিকেটারই। চলছে আলোচনা-সমালোচনা। বিসিবি প্রধানসহ অনেকের নানা কথার প্রতিক্রিয়াও দেখিয়েছেন ক্রিকেটাররা।

এদিকে প্রথম রাউন্ডে ওমানের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন অধিনায়ক মাহমুদউল্লাহ। শ্রীলঙ্কার বিপক্ষে হারার পর সমালোচকদের আয়নায় মুখ দেখার কথা বলেন মুশফিকুর রহিম।

আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বুধবার ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দেখতে আসা সাবেক এই অধিনায়ক বলেন, খেলোয়াড়দের উচিত সম্পূর্ণ মনোযোগ খেলায় দেওয়া। তিনি বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যম তো গণমাধ্যম না। এটা সাধারণ একটা প্ল্যাটফর্ম। এখানে যে যেমন পারে তেমন বলছে। এটা নিয়ে ক্রিকেটারদের মাথা না ঘামিয়ে খেলায় মনোযোগ দেওয়া উচিত। মাঠের বাইরের ব্যাপারগুলো নিয়ে চিন্তা না করে ক্রিকেটারদের উচিত মাঠে যা হচ্ছে তা নিয়ে ভাবা।”

দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বাংলাদেশ দলকে নিয়ে অনেকের বড় আশা ছিল। প্রাথমিক পর্বে স্কটল্যান্ড ও সুপার টুয়েলভে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর সেটা অনেকটাই কমে এসেছে। তিনি আরও বলেন, “মাঠের বাইরের বিষয়ে (খেলোয়াড়রা) যেহেতু বেশি সম্পৃক্ত হয়ে গেছে, এখন তা থেকে সরে গিয়ে ভালো করা উচিত। আর এখন সেমি-ফাইনাল নিয়ে ভাবছি না। আমি চাই, বাকি ম্যাচগুলো বাংলাদেশ ভালো করুক।”