বাঁচা-মরার লড়াইয়ে আগামীকাল শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল জিতে আনন্দে ভাসায় দেশের মানুষকে, আবার হেরেও যায়। হার-জিত তো খেলারই অংশ। পৃথিবীতে কী এমন একটি দল বা দেশ খুঁজে পাওয়া যাবে, যারা কেবলই জেতে! জয়ের সঙ্গে পরাজয় ব্যাপারটি না থাকলে তো খেলারই জন্ম হতো না!

নতুন খবর হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাঁচা-মরার ম্যাচে আগামীকাল স্বাগতিক ওমানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। গতকাল স্কটল্যান্ড এর বিপক্ষে ম্যাচ হারের পর হুমকির মুখে পড়েছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার। যেখানে এখন মূল পর্বে যেতে হলে পরবর্তী দুই ম্যাচে অবশ্যই জয় লাভ করতে হবে বাংলাদেশকে।

কঠিন এই সমীকরণ নিয়ে আগামী কাল রাত আটটায় ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে স্বাগতিক ওমান। পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটে হারিয়েছে তারা। মাস্টার সরাসরি দেখা যাবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) জিটিভি, টি-স্পোর্টস চ্যানেলে।

বাংলাদেশ সম্ভাব্য স্কোয়াড : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।
রিজার্ভ: রুবেল হোসেন।

ওমান সম্ভাব্য স্কোয়াড : জিশান মাহমুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস (সহঅধিনায়ক), যতিন্দর সিং, খাওয়ার আলী, মোহাম্মদ নাদিম, আইয়ান খান, সুরাজ কুমার, সন্দীপ গৌড, নেস্টর ধাম্বা, কালিমুল্লাহ, বিলাল খান, নাসিম খুশি, সুফিয়ান মেহমুদ, ফাইয়াজ বাট, খুররম খান।