বাংলাদেশকে ১৪১ রানের টার্গেট দিল স্কটল্যান্ড’

ঘরের মাঠে সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসান সিরিজ শেষ করেছিলেন আফসোস নিয়ে। মাত্র ১টা উইকেট পেলেই ধরে ফেলতেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারি লাসিথ মালিঙ্গাকে।

সেই অপেক্ষা লম্বা হয়েছিল বিশ্বকাপ পর্যন্ত। অবশেষে সাকিব পেছনে ফেলেছেন মালিঙ্গাকে। ১০৭ উইকেট নেওয়া মালিঙ্গাকে টপকেও গেছেন এই টাইগার অল-রাউন্ডার।

স্কটল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওভার করতে এসে দ্বিতীয় বলে প্রথমে রিচি বেরিংটনকে (২) এরপর চতুর্থ বলে মিচেল লিসাককে ফিরিয়ে পূর্ণ করেছেন ১০৮ উইকেট।

এই তালিকায় ৯৯ উইকেট নিয়ে টিম সাউদি রয়েছেন তিন নাম্বারে। এছাড়া অবসরে যাওয়া শহীদ আফ্রিদি ৯৮ ও রশিদ খান ৯৫ উইকেট পেয়েছেন।

এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলে ৬০০ উইকেট ও ১২ হাজার রানের একমাত্র মালিক এখন সাকিব আল হাসান।

এদিকে, বাংলাদেশকে সহজ লক্ষ্য ছুড়ে দিল স্কটল্যান্ড। ২০ ওভারে করতে হবে ১৪১ রান।