বাংলাদেশ খুবই ভালো একটি দল: ফিঞ্চ

আগামী মাসের ৪ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ শেষ করবে বাংলাদেশ। তার আগে ২ নভেম্বর টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এই অস্ট্রেলিয়াকেই মাস দুয়েক আগে মিরপুর শেরে বাংলায় ৪-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। কিন্তু বিশ্বকাপে সেই বাংলাদেশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। টানা তিন ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়েছে। তারপরেও বাংলাদেশকে সমীহ করছেন অজি দলনেতা অ্যারন ফিঞ্চ।

এদিকে প্রথম দুই ম্যাচে জিতলেও ইংল্যান্ডের হেরে যাওয়ার পর বিপদে পড়েছে অস্ট্রেলিয়া। তাই পরের দুই ম্যাচে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের বিকল্প দেখছেন না ফিঞ্চ।

গতকাল চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের কাছে হারার পর ফিঞ্চ বলেন, ‘দিন দুয়েকের বিশ্রাম ছেলেদের প্রাপ্য। আমরা আবার তরতাজা হয়ে, দিন দুয়েক কঠোর ট্রেনিং করে, আবার লড়াইয়ে নেমে যাব। এক ম্যাচের প্রভাব ভিন্ন ম্যাচে ভিন্ন প্রতিপক্ষের সঙ্গে পড়বে না বলেই আমার বিশ্বাস।’

এদিকে বাংলাদেশকে সমীহ করছেন ফিঞ্চ, ‘সামনের দুটি ম্যাচ জিততেই হবে। আজকে (গতকাল) আমাদের নেট রান রেটের বাজে অবস্থা হয়েছে, তো আমাদের সেরা ফর্মে থাকতে হবে। বাংলাদেশ খুব, খুবই ভালো একটি দল। ওয়েস্ট ইন্ডিজেও বিস্ফোরক ও অভিজ্ঞ ক্রিকেটার আছে। এখন থেকে আমাদের চ্যালেঞ্জ সবগুলো ম্যাচ জয়। আমরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’