বাংলাদেশ পৃথিবীর যেকোনো দলকে হারাতে পারে: আকরাম খান

বাংলাদেশ নিজেদের দিনে পৃথিবীর যেকোনো দলকে হারাতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল সমর্থক ও বোর্ডের প্রত্যাশা পূরণ করবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

চলতি মাসের আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর, যেখানে বাংলাদেশ খেলবে উদ্বোধনী দিন থেকেই। জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন সিরিজ জয়ে টাইগারদের আত্মবিশ্বাসও আছে তুঙ্গে।

এ ব্যাপারে আকরাম খান বলেন, ‘দলের প্রতি প্রত্যাশা তো সবসময়ই থাকে। আপনাদের মত বোর্ডের সবাইও আশা করছে আমরা ভালো করব। ক্রিকেট বাংলাদেশে অনেক জনপ্রিয়। সবাই চায় আমরা যেন জিতি। জিততে হলে কিন্তু ভালো খেলতে হবে।’

আকরাম আরও বলেন, ‘সব খেলোয়াড়কে ফর্মে থাকতে হবে, ফিটনেস লেভেল ভালো থাকতে হবে। আল্লাহর রহমতে এবার সব কিছু ঠিক আছে। আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি, নিউজিল্যান্ডকে হারিয়েছি, জিম্বাবুয়েকে তাদের মাটিতে হারিয়েছি।’

তিনি বলেন, ‘ম্যাচ ডে-তে খেলোয়াড়রা ভালো খেললে আমরা অন্য দলকে হারানোর সামর্থ্য রাখি। খেলোয়াড়রাও মনেপ্রাণে ভালো করতে চায়। এটা আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আমাদের আত্মবিশ্বাস আছে। ম্যাচ ডে-তে ভালো করলে বাংলাদেশ পৃথিবীর যেকোনো দলকে হারাতে পারবে।’