বিদায়ী ম্যাচে সতীর্থদের ভালোবাসায় সিক্ত হলেন আসগর আফগান

আফগানিস্তানের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে আসগর আফগান অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

নতুন খবর হচ্ছে, আফগানদের সাবেক অধিনায়ক আসগর আফগান নামিবিয়ার বিপক্ষে শেষবারের মতো আজ মাঠে নেমেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীনই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। টি-টোয়েন্টি অধিনায়ক হিসাবে সব থেকে বেশি ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড রয়েছে আসগরের দখলে।

গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দেন আসগর। তার সিদ্ধান্তকে সম্মান জানানোর পাশাপাশি দেশের হয়ে অবদান রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ১৩০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। সে ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি আসগর। পাকিস্তানের বিপক্ষে শেষের নাটকীয়তায় হেরে যাওয়ার দিনে ৭ বলে করেন ১০ রান।