বিশ্বকাপের আগে পাকিস্তান দলে সুখবর

অবশেষে নানান ঝামেলার মধ্য দিয়ে সময় পার করা পাকিস্তান অবশেষে কিছুটা স্বস্তি পেল। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের একেবারে অভিজ্ঞ বলতে মোহাম্মদ হাফিজই ছিলেন। সেই তিনিও অসুস্থ হয়ে চিন্তায় ফেলে দিয়েছিলেন পাকিস্তানকে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তার খেলা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। স্বস্তির খবর হল পাকিস্তানের অভিজ্ঞ এই অলরাউন্ডার ডেঙ্গু জ্বর থেকে সম্পূর্ণ সেরে উঠেছেন। আজ সোমবার (৪ অক্টোবর) থেকে অনুশীলনে ফিরছেন তিনি।

এদিকে চলমান ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে খেলছেন হাফিজ। কিন্তু অসুস্থতার কারণে প্রতিযোগিতার প্রথম লেগ থেকে সরে দাঁড়ান। টি-টোয়েন্টি কাপের শুরুর দিকে কদিন ধরে অসুস্থ ছিলেন হাফিজ।

রাওয়ালপিন্ডিতে টিম হোটেলে থাকার সময় তিনি ফুড পয়জনিংয়ের কথা জানান। কিন্তু স্বাস্থ্যের উন্নতি না হওয়ায় লাহোরে ফিরে যান এবং পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। নিজ বাসাতেই চিকিৎসা নিয়েছিলেন।