বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

গতকাল প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার সাথে হারার পর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ঘুরে দাড়াতে চাই বাংলাদেশ। গতকাল মঙ্গলবার দুবাইয়ে প্রথম প্রস্তুতি ম্যাচে টসে জিতে লিটন দাসের নেতৃত্বে মাঠে নামে বাংলাদেশ। লিটন দাশ টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটের বিনিময়ে ১৪৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হাতে রেখেই ১৯ ওভারে খেলা জিতে শ্রীলংকা।

এদিকে প্রথম প্রস্তুতি ম্যাচ থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ঘুরে দাড়াতে চাই টাইগাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে আগামীকাল দুবাইয়ে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আয়ারল্যান্ড অবশ্য তাদের প্রথম প্রস্তুতি ম্যাচে নামিবিয়া সাথে সহজ জয় পেয়েছে।

এর আগের দেখায় পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশ দলের জয়ের পল্লা ভারী। তবে আয়ারল্যান্ড ও ছেরে কথা বলার দল নয় যে কোন মূহুর্তে যে কোন দলকে ঘায়েল করতে পারে আইরিশরা। তবে বিশ্বকাপের মতো প্ল্যাটফরমে যে কোন দলকে হারানোর ক্ষমতা রাখে আইরিশরা।

বাংলাদেশ দল হিসিবে গুরুত্বের সাথেই দেখছে আয়ারল্যান্ডকে। যদিও ম্যাচটি নিচক প্রস্তুতি তবুও নিজেদের জালাই করে নেওয়ার সূবর্ন সুযোগ। দুবাইয়ে ময়াচটি শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার রাত ৮ টাই।