বিশ্বকাপে আবার দেখা হলে পাকিস্তানকে হারাবে ভারত: হরভজন সিং

এখন পর্যন্ত ওয়ানডে-টি-টোয়েন্টি দুই বিশ্বকাপ মিলে ১৩তম ম্যাচে গিয়ে প্রথমবারের মতো ভারতকে হারিয়েছে পাকিস্তান। তবে বিশ্বকাপের আরেকবার পাকিস্তানের মুখোমুখি হলে ভারত ‘ভিন্ন গল্প’ লিখবে- এমনটাই বিশ্বাস হরভজন সিংয়ের।

এদিকে পাকিস্তানের ১০ উইকেটের ঐতিহাসিক জয় নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে ভারতীয় সাবেক অফস্পিনার বলেছেন, ‘ভারত এবারই প্রথম বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে হেরেছে। সামাজিক যোগাযোগমাধ্যম যেভাবে সরগরম হয়ে উঠেছে, মনে হচ্ছে তারা (পাকিস্তান) বিশাল কিছু করে ফেলেছে।’

তিনি আরও যোগ করেন, ‘খুব বাড়াবাড়ি হচ্ছে ব্যাপারটা। তবে আমাদের ভুললে চলবে না যে আমরা তাদের ১২ বার হারিয়েছি। এরপর পাকিস্তানের মুখোমুখি হলে ভারত অনেক ভালো খেলবে এবং পাকিস্তান হারবে।’

এদিকে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারের পর ভারত এখন চাপে রয়েছে। তারা যদি বাকি থাকা চারটি ম্যাচই জিততে পারে, তা সেমিফাইনালে যাওয়ার জন্য যথেষ্ট। তবে এর মধ্যে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দুটি ভারতের জন্য চ্যালেঞ্জিং।

তিনি আরও বলেন, ‘যা হওয়ার হয়ে গেছে। সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই। সেই ম্যাচে ভারত কীভাবে খেলবে তা নিয়ে ভাবা উচিত।’