বিশ্বকাপে উইন্ডিজের ব্যাটিং দেখে ভাষা হারিয়ে ফেলেছেন ব্রায়ান লারা

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বিধ্বংসী ব্যাটিং লাইনআপ সাজিয়েও ইংল্যান্ডের বিপক্ষে বাজেভাবে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বোলারদের বিপক্ষে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে এভিন লুইস, ক্রিস গেইল, কাইরন পোলার্ড ও আন্দ্রে রাসেলদের মতো টি-টোয়েন্টি বিশেষজ্ঞদের নিয়ে গড়া উইন্ডিজের ব্যাটিং লাইনআপ। উত্তরসূরিদের এমন অনাকাঙ্খিত পারফরম্যান্সে ভাষা হারিয়ে ফেলেছেন ব্রায়ান লারা।

গতকাল শনিবার (২৩ অক্টোবর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ-১ এর ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল উইন্ডিজ। এদিন টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে আদিল রশিদ, মঈন আলী, টাইমাল মিলসদের বোলিংয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে উইন্ডিজকে। উইকেট পতনের মিছিলে ১৪ ওভার ২ বলে মাত্র ৫৫ রানে গুটিয়ে গেছে ক্যারিবীয়রা।

তবে প্রত্যাশা অনুযায়ী ব্যাটিং করতে সামর্থ্য হননি লেন্ডল সিমন্স, লুইস, গেইল, শিমরন হেটমায়ার, ডোয়াইন ব্রাভো, নিকোলাস পুরান, পোলার্ড ও রাসেলরা। যেখানে ব্যক্তিগত সর্বোচ্চ ১৩ রান এসেছে তিনে নামা ‘ইউনিভার্স বস’ খ্যাত গেইলের ব্যাট থেকে। বাকিরা কেউ দুই অঙ্ক ছুঁতেই পারেননি।

এদিন সহজ লক্ষ্য তাড়ায় ৪ উইকেট হারিয়ে ইংল্যান্ড সেই লক্ষ্য পেরিয়ে গেছে ৭০ বল বাকি থাকতেই। তাতে বিশ্বমঞ্চে নিজেদের প্রথম ম্যাচেই বড়সড় ধাক্কা খেয়েছে উইন্ডিজ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এমন পারফরম্যান্সে রীতিমতো হতাশ লারা। উইন্ডিজের এমন ইনিংস বেশ হতাশাজনক ও বেপরোয়া ছিল বলে উল্লেখ করেছেন তিনি।

এদিকে গতকালের ম্যাচটি প্রসঙ্গে লারা বলেন, ‘বিষয়টি হতাশাজনক ও এটা বেপরোয়া ছিল। এটা বর্ণনা করার মত শব্দ আমার জানা নেই। একজন ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবে আমি খুবই হতাশ।’