বিশ্বকাপে খেলছে আফগানিস্তান, নিশ্চিত করলো আইসিসি

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে কোনোরকম অনিশ্চয়তা নেই আফগানিস্তানের, জানিয়েছেন আইসিসির ভারপ্রাপ্ত সিইও জিওফ অ্যালারডাইস। আফগানিস্তানের ক্রিকেটের জন্য একে দারুণ স্বস্তির খবরই বলা যেতে পারে।

এদিকে তালেবানের আওতাধীন আফগানিস্তানের বিশ্বকাপে খেলা নিয়ে জল ঘোলা কম হয়নি। ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে নিজেদের শাসন প্রতিষ্ঠা করে তালেবান। মেয়েদের খেলাধুলাকে বন্ধ করাসহ আরও বিভিন্ন ক্ষেত্রে কঠোর নীতির প্রয়োগ করে তালেবানরা।

এ ব্যাপারে আইসিসির ভারপ্রাপ্ত সিইও জিওফ অ্যালারডাইস জানিয়েছেন, ‘আফগানিস্তান আইসিসির একটি পূর্ণ সদস্য দেশ। তারা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সবকিছু স্বাভাবিকভাবেই এগোচ্ছে।’

অ্যালারডাইস জানান, ‘আগস্টের পর থেকে অনেক কিছুই পরিবর্তন হয়েছে আফগানিস্তানে। আমরা নিয়মিত তাদের ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ রাখছি। আমাদের মূল কাজ অবশ্যই সেখানকার ক্রিকেটের উন্নয়ন অব্যাহত রাখা।’

তিনি আরও বলেন, ‘সম্ভবত নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে এসিসি। সেখানে নতুন করে কী কী ঘটবে সে বিষয়েও আমরা তাদের বোর্ডের সাথে আলাপ করব। আশা করছি আমরা আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই এটা নিয়ে তাদের আলোচনায় বসতে পারব।’