বিশ্বকাপে পাকিস্তানকে এগিয়ে রাখবে আরব আমিরাতের কন্ডিশন: বাবর

পাকিস্তানের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে বাবর অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

নতুন খবর হচ্ছে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল পাকিস্তান। আরব আমিরাতের চেনা কন্ডিশন আর উইকেট বাবর আজমের দলের জন্য বাড়তি পাওয়া। এই সুযোগ কাজে লাগিয়ে সাফল্য পাবে পাকিস্তান এমনটাই মনে করেন এই অধিনায়ক।

বেশ কয়েক বছর ধরেই আরব আমিরাতের মাটিতে নিয়মিত ক্রিকেট খেলছে পাকিস্তান। বাবরদের কাছে অনেকটা ঘরের মাঠের মতোই এখানকার উইকেট। আর এই সুযোগ কাজে লাগাতে মুখিয়ে আছে পাকিস্তান দল।

বাবার বলেন, ‘গত তিন-চার বছর ধরে আমরা আরব আমিরাতে নিয়মিত খেলেছি এবং কন্ডিশনের সঙ্গে ভালোভাবে পরিচিত। এখানের উইকেট সম্পর্কে আমাদের ধারণা আছে এবং এমরা জানি কিভাবে ব্যাট করতে হয়।’

তিনি আরও বলেন, ‘ঘরোয়া আসরে ভালো পারফর্ম করে সবাই দলে এসেছে। দলে বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়ার আছে যারা আগেও বিশ্বকাপে খেলেছে, আমরা তাদের কাছ থেকে শিখছি। দলে সাত-আটজন খেলোয়াড় আছে যারা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিল।’